সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী স্বৈরাচারী ও দুর্নীতি বাজ সরকারের দোসর পেট্রোবাংলার দুর্নীতিবাজ চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) হাটিকুমরুল অঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৮সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল আঞ্চলিক অফিস পেট্রোবাংলা কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায়,হাটিকুমরুল পেট্রোবাংলার সহ-ব্যবস্থাপক এস এম হুমায়ন কবির বলেন,
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার
স্বেচ্ছাচারীতার কারণে জাতীয় গ্যাস গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা (জিটিসিএল) ধ্বংসের মুখে। অসৎ উদ্দেশ্যে নিজ উদ্যোগে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি ও সিস্টেম লসের নামে গ্যাস চুরির দায় বেশির ভাগ জিটিসিএলের ওপর চাপিয়ে দিয়েছেন। ফলে আর্থিক লাভে থাকা কোম্পানীটি ক্ষতির মধ্যে পড়েছে।
মানববন্ধনে কর্মকর্তারা আরো বলেন,পেট্রোবাংলার চেয়ারম্যান অতি উৎসাহ এবং ব্যক্তিগত স্বার্থে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণের ফলে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে না। অপরিকল্পিত প্রকল্প বন্ধ করে বৈষম্য মূলক অর্গানোগ্রাম দ্রুত সংস্কারের মাধ্যমে,আন্ত ক্যাডার বৈষম্য দূর করে, কোম্পানিতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat