সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যান ও নসিমনের সংঘর্ষে সিয়াম (১২) নামের এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত সিয়াম সলঙ্গা থানার নাইমুড়ি-চকপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে ও নাইমুড়ি কিষান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকার 'স্বপ্ন বিলাস' কফি হাউস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আম কেনার উদ্দেশ্যে সিয়াম তার দাদার সঙ্গে একটি অটোতে করে সলঙ্গা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে একটি দ্রুতগতির নসিমন অটোকে সজোরে ধাক্কা দিলে সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই সে মারা যায়।
এ ঘটনার পরপরই নিহত সিয়ামের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও এলাকাবাসীরা জানায়, সিয়াম ছিল একজন মেধাবী ও বিনয়ী ছাত্র। তার এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat