সলঙ্গা ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মীম খাতুন (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধানক্ষেতের পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পরিবার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সলঙ্গা থানাধীন জগজীবনপুর পশ্চিমপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম খাতুন ওই গ্রামের জাকারিয়া আলমের মেয়ে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বেলা আড়াইটার দিকে তার নিজ বাড়ী থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি।
তিনি বলেন, নিহত মীমের ভাই জানিয়েছেন, মজনু মেম্বরের ধানক্ষেতের পাশে একটি গাছের সাথে ওড়না গলায় পেঁচানো অবস্থায় মীমের মরদেহ ঝুলছিল। পরিবাররে লোকজন মরদেহ নামিয়ে রেখে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুরহস্য উৎঘাটন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat