সিরাজগঞ্জ প্রতিনিধি:
“সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা-২০২৫”। গত ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার সিরাজগঞ্জ সার্কিট হাউসে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি’র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. নূরকামাল মিয়া, গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশারফ হোসেন এবং সিডিপি প্রোগ্রাম অফিসার নিকোলাস কিশু।
বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তাদের একাডেমিক ও ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, মননশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat