কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মারধরের ঘটনা ঘটেছে, এমন মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনা কে কেন্দ্র করে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী৷
রবিবার (৩১ আগস্ট) দুপুরে সরেজমিন গিয়ে জানা যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের মৃত আফসার আলীর মেয়ে মোছা: ময়না খাতুনের সাথে একই গ্রামের মৃত একোত আলীর ছেলে সবজি ব্যবসায়ী মাসুদ রানার সাথে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে, ময়না খাতুনের স্বামী কাজের সুবাদে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় সবজি ব্যবসায়ী মাসুদ রানার সাথে সবজি কেনার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে,
একপর্যায়ে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক জানাজানি হলে ময়না খাতুনের বড় বোন আদুরী খাতুন বারবার মাসুদ রানা ও তার মুরুব্বিদের জানিয়েও কোনো সুরাহি পায় নাই৷
আজ দুপুরে বাড়ির পাশে গাছের বাগানের মধ্যে ময়না খাতুন ও মাসুদ রানা কে একান্তে কথা বলতে দেখে এগিয়ে যান বড় বোন আদুরী খাতুন,কথা কাটাকাটির একপর্যায়ে মাসুদ রানা অতর্কিত ভাবে মারধর করেন আদুরী খাতুন কে,মারধরের ফলে আদুরী খাতুনের কোলে থাকা নাতি ছিটকে পড়ে ব্যাথা পায়৷
এবিষয়ে আদুরী খাতুন জানান, আমার বোনের স্বামী সন্তান সবই আছে তারপর ও দীর্ঘদিন যাবত আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক করেছে তরকারি দোকানদার মাসুদ, আমি অনেকবার মুরুব্বিদের কাছে বলেছি কিন্তু কোনো বিচার পাই নাই৷ আজকে তাদের একসাথে কথা বলতে দেখে আমি এগিয়ে গিয়ে শাসন করার জন্য কয়েকটা কথা বলাতেই আমাকে মারধর করে এবং অকথ্য গালিগালাজ করে,
অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক স্বীকার করে ময়না খাতুন জানান আমার স্বামী বৃদ্ধ এবং এলাকার বাইরে থাকায় মাসুদের দোকান থেকে তরকারি কেনাকাটা করতাম, মাসুদের সাথে একসময় আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ আজকে আমি আর মাসুদ কথা বলার সময় আমার বোন গালিগালাজ করলে মাসুদের সাথে একটু হাতাহাতি হয়েছে৷
মারধর এবং পরকীয়া প্রেমের সম্পর্ক জানতে চাইলে মাসুদ রানা জানান আদুরীর সাথে কথা কাটাকাটি হয়েছে একটু হাতাহাতি হয়েছে, মারধর করি নাই,আর ময়নার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই,আমার দোকান থেকে তরকারি কিনে খায়,ওরা গরীব মানুষ দেখে মাঝে মাঝে মাগনাও তরকারি দেই৷
কাজিপুর থানার ডিউটি অফিসার মুঠো ফোনে জানান অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat