মাসুম হোসেন অন্তু সিরাজগঞ্জ:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে চিকিৎসাধীন এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং সারাদেশে বাড়তে থাকা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পুরো শহর জুড়ে ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের স্লোগান ছড়িয়ে পড়ে—
‘হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই!’
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, রাজধানীর মিটফোর্ডে যেভাবে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সারাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ এখন আর নিরাপদ নন। প্রতিনিয়ত চাঁদাবাজদের দৌরাত্ম্য ও সন্ত্রাসীদের আধিপত্যে জনজীবন অতিষ্ঠ। এ পরিস্থিতিতে দেশের শিক্ষিত তরুণ সমাজ মুখ বুঁজে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
" গোলামী না আজাদি,আজাদি,আজাদি" "সন্ত্রাসীর স্থান কারাগার কিংবা জাহান্নাম’ ‘চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই’ ‘জনতার শক্তি, রুখে দেবে সন্ত্রাস’স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের এই প্রতিবাদ শহরের সাধারণ মানুষের মাঝেও সাড়া ফেলে দিয়েছে। তারা এ ধরনের সচেতনতা ও প্রতিবাদ আন্দোলনকে স্বাগত জানান এবং দেশের তরুণ সমাজকে সাহসিকতার জন্য ধন্যবাদ জানান।
সার্বিকভাবে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল এলাকায় তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat