দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আসাদ আলী সরকার (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভুঁইয়াগাঁতী ওভারব্রিজের দক্ষিণ পাশের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো সংযোগ সড়ক না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে বলে তাদের দাবি। তারা বলেন, প্রতিবারই প্রশাসনের আশ্বাস মিলছে, কিন্তু সড়ক সংস্কার বা নিরাপদ সংযোগ সড়ক নির্মাণ হচ্ছে না। আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের?
আসাদ আলীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে বাঁশাইল গ্রামের নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। রাস্তাটিতে রোড ডিভাইডার ও পার্শ্ব রাস্তা নির্মাণের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। তবে পল্লী বিদ্যুৎ অফিস বলেছে, পার্শ্ব রাস্তা দিলে তাদের ক্ষতি হবে। তাই জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পত্রিকায় গত ২৫ জুন একই স্থানের ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে ভিডিও প্রতিবেদন ও সংবাদ প্রকাশ করেছিল।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat