প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৬:৪৮ পি.এম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আনিচুর রহমান (৬০) ও কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ (৪০) নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আনিচুর রহমান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাওলানার ছেলে। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও কামদিয়া রহমানিয়া মহিলা মাদরাসার মুহতামিম ছিলেন। নিহত অপরজন কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ একই ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. পান্নু শেখের ছেলে।
কামদিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নুর ইসলাম বলেন, মাওলানা আনিচুর রহমান মাদরাসার শিক্ষকতার পাশাপাশি ফারুক সেখের সঙ্গে কলার ব্যবসা করতেন। সোমবার রাত ১২টার দিকে তারা নিজেদের মালিকাধীন একটি মিনি ট্রাকে করে সালথা থেকে মেহেরপুর কলা আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাধুহাটি বাজারে তাদের ট্রাকটি পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় ট্রাকচালক মতিয়ার রহমান আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন নিহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আহত অবস্থায় একজন আটকা পড়ে ছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat