রিয়াজুল হক সাগর, রংপুর:
বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিলো, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।
শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেম দাঁড় করানোর কথা ছিলো। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলনের যারা সংগঠিত করেছিলো, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।”
তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশকে স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত করছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বাংলাদেশ একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাক।”
অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat