মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আর সংবিধানে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা দেয়া রয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা ভবনের মিলনায়তনে উপজেলা বিএনপি ও পৌর শাখার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সা.সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত সহ উপজেলা ও পৌরসভার ২৯ টি পূজা মন্দির এবং সভাপতি ও সম্পাদক।
বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। পতিত সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কিন্তু এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না। এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে উপজেলা ও পৌর বিএনপি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনীদের পাশে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে সহযোগিতা করবে বিএনপি।
সভাপতির বক্তব্যে শামীম হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজনের মাধ্যমে সব সময় দেশে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে। হিন্দুদের সবচেয়ে ক্ষতি আওয়ামী লীগই করেছে। পতিত সরকারের দোসররা ধর্মীয় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে। কিন্তু সচেতন জনতা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলমসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলার সনাতনধর্মের দুই শতাধিক নেতৃবৃন্দ।
সভা শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন উপজেলার ২৯টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক হাতে নগদ অর্থ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat