কবি
মী র এ না মু ল -
শুধু একমুঠো আহারের তাগিদে লবনের ঘাম ঝরে যায় সমস্ত শরীর!
দারিদ্র্যের মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্তে জগতের সমস্ত কল্যাণ বয়ে আনে,শ্রম আর ঘামের বিনিময়ে
শুধু দাবী আদায়ের সভা, সেমিনার,ব্যানার,ফেস্টুন, আনুষ্ঠানিকতা আর বিপ্লবী শ্লোগানেই যেন থেমে না থাকে কাঙ্খিত ,মে'।
রাষ্টের ভেতর থেকে ভেতরে ভূকম্পিত হোক ন্যায়ের---
অধিকারের স্থপতি হোক শ্রমজীবী মানুষের।
ঘামে ঝরা রক্তাক্ত আগুন চোখ ফিরে পাক প্রশান্তির ঘুম
যারা মাটি খুঁড়ে তুলে আনে ফসলের ঘ্রাণ,
তাঁরাইতো বেঁচে রাখে বিলাসী জীবন ও প্রাণ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat