সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা তৌহিদুল ইসলামের বোন জামাই আব্দুল মমিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তালম ইউনিয়নের কলামোলা গ্রামে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রানীরহাট - বারুহাস আঞ্চলিক সড়কের পাশে থাকা ২০ বিশাল ইউকালেক্টর গাছ কেটে নেন ওই স্থানীয় বিএনপির নেতা তৌহিদুল ইসলামের বোন জামাই আব্দুল মমিন। খবর পেয়ে দুপুর ২ টার দিকে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে গাছ কাটতে নিষেধ করে আসেন। তাদের নিষেধ অমান্য করে আরও শ্রমিক লাগিয়ে ও মেশিন দিয়ে গাছ কাটা চলমান রাখেন তারা।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০০ সালে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে রানীরহাট - বারুহাস গ্রামীণ সড়কের পাশে ইউকালেক্টর গাছগুলো রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোর বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। গাছগুলো নিজেদের দাবি করে কাটা শুরু করেছেন বিএনপির নেতা তৌহিদুল ইসলামের বোন জামাই আব্দুল মমিন ।
স্থানীয় বিএনপির নেতা তৌহিদুল ইসলামের বোন জামাই আব্দুল মমিন জানান, নিজেদের জমির গাছ কেটেছেন তারা। শুধু গাছ নয়, পুরো সড়কটিই আমাদের জমিতে। গাছ না লাগালেও জমির মালিক আমরা। এ জন্য কেটে নিচ্ছি। গাছ কাটতে প্রশাসনের কেউ নিষেধও করেনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকায় এতদিন গাছ কাটতে পারিনি। এখন উপযুক্ত সময়, তাই কাটছি।
উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানবন বলেন, গাছ কেটে নেওয়া হচ্ছে; কিন্তু আমরা কিছুই জানি না। সরকারি গাছ এভাবে কেটে নেওয়ার এখতিয়ার নেই কারও। ঘটনাস্থলে আমাদের লোকজন গেছে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড. এম নাহিদ হোসেন বলেন, গাছ কাটা বন্ধ করা হয়েছে। গাছগুলো ব্যক্তিমালিকানাধীন জমিতে কিনা– তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat