সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের ভেতরে শুকুর আলী নামে এক আওয়ামী লীগ নেতার চেক ডিজঅনার করার সময় কর্মকর্তার হাত থেকে চেক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে চেক উপস্থাপনকারী তেল ব্যবসায়ী আমির হামজাকে পিটিয়ে আহত করা হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেলে জনতা ব্যাংক পিএলসি বাঘাবাড়ি শাখার ভেতরে এ ঘটনা ঘটে। আহত আমির হামজাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শুকুর আলী উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
সোমবার (২১ জুলাই) সরেজমিনে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেসার্স আমির হামজা ট্রেডার্সের স্বত্বাধিকারি আমির হামজার সঙ্গে ব্যবসায়িক লেনদনের সূত্র ধরে শুকুর আলী তার কাছ থেকে ৯৬ লাখ টাকা ধার নেন।
ওই টাকার অনুকূলে শুকুর আলী জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার একটি চেক দেন। কিন্তু তার একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে সময় নেন।
রোববার টাকা দেওয়ার শেষ দিনে আমির হামজা ব্যাংকে চেক ডিজঅনারের জন্য যান। এ সময় ব্যাংকের সিনিয়র অফিসার হাবিবুর রহমান চেক ডিজঅনারের প্রক্রিয়ার পর চেকটি হস্তান্তর করতে যান। ঠিক তখনই শুকুর আলীর ভাতিজা সেলিম প্রামাণিক তার কাছ থেকে চেকটি ছিনিয়ে নিয়ে তাৎক্ষণিক ছিঁড়ে ফেলেন। এ সময় আওয়ামী লীগ নেতা শুকুর আলী প্রামাণিকের নেতৃত্বে, মফিজ প্রামাণিক, সেলিম প্রামাণিক, শিহাব প্রামাণিক, নিষাদ প্রামাণিক ও মিজান প্রামাণিকসহ ১০/১২ জন সংঘবদ্ধভাবে এসে আমির হামজাকে চেয়ার ও হাতুড়ি দিয়ে পেটায়। ব্যবসায়ী আমির হামজাকে ব্যাংকের ভেতরে দুই ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখার পর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে থানায় জিডি করেছেন।
আহত ব্যবসায়ী আমির হামজা হাসপাতাল থেকে বলেন, আওয়ামী লীগ নেতা শুকুর আলী আমার কাছ থেকে ব্যবসার জন্য ৯৬ লাখ টাকা নিয়ে একটা চেক দেন। রোববার আমি জনতা ব্যাংকে গিয়েছি যে তারা টাকা জমা দিয়েছে কিনা। টাকা জমা না হওয়ায় অফিসার আমাকে চেক ডিজঅনার দিচ্ছিলেন, তখনই চেকটা ছিনিয়ে নেন শুকুরের লোকেরা। এসময় শুকুর প্রামাণিক, মফিজ প্রামাণিক, সেলিম প্রামাণিক, শিহাব প্রামাণিক, নিষাদ প্রামাণিক, মিজান প্রামাণিকসহ ওরা মোট ১২/১৪ জন ছিল। শুকুর আলীর লোকজন অস্ত্র নিয়ে দেড়ঘণ্টা ব্যাংকের ভেতের আটকে রাখে। পরে পুলিশ ও ইউনিয়নের লোকজন এসে আমাদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাবিবুর রহমান বলেন, মেসার্স আমির হামজা ট্রেডার্সের প্রোপাইটর ৯৬ লাখ টাকার একটি চেক উপস্থাপন করে আমার সামনে। চেকটা যখন উপস্থাপন করে, তখন ব্যাংকে ওই একাউন্টে টাকা না থাকায় আমরা একাউন্ট হোল্ডার শুকুর প্রামাণিকের সঙ্গে কথা বলি। তিনি ১০ দিনের সময় নেন। মঙ্গলবার ওই চেক ডিজ অনারের ডেট ছিল। এদিন ৪টা বাজতে ১০ মিনিট আগে আমির হামজা চেক ডিজঅনার নিতে আসেন। আমি যথারীতি যা যা কাজ কমপ্লিট করেছি, রেজিস্ট্রারে এন্টি দিয়েছি। আমি রেডি করে এটা যখন হস্তান্তর করতে যাই তখনই পেছন থেকে একটি ছেলে এসে চেকটি আমার হাত থেকে এসে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। যখনই চেক ছিঁড়ে ফেল, তখনই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। আমরা পুলিশে ইনফর্ম করি।
তিনি বলেন, আমরা মনে করেছি ওরা ব্যাংকে এসেছে কাজ করার জন্য। চেক ছেড়ার উদ্দেশ্যে এসেছে এটা তো আমরা বুঝে উঠতে পারিনি। সঙ্গে সঙ্গে আমরা গেটে তালা দিয়েছি। আর যাতে কেউ আসতে না পারে।
ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় আজ সকালে থানায় জিডি করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে বলেছে সেইভাবে পদক্ষেপ নিয়েছি। আমাদের কাছে ওই চেকের ফটোকপি আছে। ওইটা দিয়ে তিনি মামলা করতে পারবেন। পরে পুলিশ এসে দুজনকে নিয়ে গেছে।
শুকুর আলী প্রামাণিক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সেসময় আমি ব্যাংকে ছিলাম না। আমার ভাগিনাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। চেকটা ওরাই ছিঁড়ে ফেলে মারধর করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, বাঘাবাড়িতে জনতা ব্যাংকের ভেতরে চেক ছিনিয়ে নেওয়ার ঘটনায় ম্যানেজার আলমগীর হোসেন বাদী হয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি তদন্তপূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat