সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের আনসার মোড়ে আজ সোমবার (০১ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন (৩৫) মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাবিনা খাতুন সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। আনসার মোড়ে পৌঁছালে একটি মাটিভর্তি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় তার যাতায়াতের ভ্যানের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে এলে দেখা যায়—ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা সাবিনার গ্রামের বাড়ি পাঁচিলগাতী।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্বাভাবিক কার্যক্রমে থমথমে পরিবেশ দেখা যায়। সহকর্মীরা জানান, সাবিনা ইয়াসমিন ছিলেন শান্ত স্বভাবের ও নিষ্ঠাবান একজন শিক্ষক। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীর শোকাহত।
উক্ত ঘটনার বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছাবেন।
