প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ১২:৪০ পি.এম
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মোঃ মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান মিলটন (৪২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মিলটন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী গ্রামের বাবু ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া - নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ব্রীজের উপর মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, তিনি ব্যবসায়িক কাজে শাহজাদপুর থেকে তালগাছী যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানি মো. নূর হোসেন জানান, দুপুর সাড়ে বারোটার দিকে একটি ট্যাংকলরি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। পরে লোকজন ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় মিলটনকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে য়ান।
পিপিডি ট্রাস্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাইমুর রহমান জানান, মারাত্নক আহত অবস্থায় মিলটনকে আমাদের কাছে নিয়ে আসা হয়। ডান পা থেকে তখনও রক্ত ঝরছিল। আমরা জরুরী চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।
নিহতের চাচাতো ভাই মোঃ আব্দুল বাতেন জানান, মুমূর্ষ অবস্থায় তাকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনার বিষয়টি কেউ তাদেরকে অবহিত করেননি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat