মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর :
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. শরফুল ইসলাম ওরফে আরিফ মৃধা (২৯ ) নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মো. শরফুল ইসলাম ওরফে আরিফ মৃধা পাবনার ফরিদপুর উপজেলার রায়পাড়া গ্রামের আবু সাইদের ছেলে।
বুধবার (২ জুলাই ) দুপুরে শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালতের জজ গাজী জামশেদুল হক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম রায়হান উদ্দিন তথ্য নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতে মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি
মো. শরফুল ইসলাম ওরফে আরিফ মৃধাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ মামলায় রায় প্রকাশের জন্য দিন ধার্য করে আদালত। আসামী আদালতে হাজির হননি। আসামি জামিন পাওয়ার পর থেকে মামলায় হাজির থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও রায়ের দিন হাজির হননি আদালতে।
মামলার নথি সুত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর শাকতোলা গ্রাম থেকে মো. শরফুল ইসলাম ওরফে আরিফ মৃধাকে
আটক করে শাহজাদপুর থানার এসআই মো. সেলিম রেজা। এসময় তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বানী ইসরাইল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্র পক্ষের ৫জন স্বাক্ষী গ্রহণ শেষে বুধবার এ মামলায় রায় ঘোষনা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat