শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনের পর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে অব্যবস্থাপনা ও নিয়ম বহির্ভূতভাবে হাসপাতাল পরিচালনার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ভেড়ুয়াদহ মহল্লায় ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটালে’ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই হাসপাতালে এক নারীর সিজার অপারেশন করা হয়। রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে মৃত নবজাতককে বিস্কুটের প্যাকেটে রেখে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে। তবে পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না করায় এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযানের সময় হাসপাতালের অনুমোদিত ১০ বেডের পরিবর্তে ১৮ বেডে চিকিৎসা কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন এবং যথাযথ চিকিৎসক না থাকার বিষয়েও অভিযোগ পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপারেশন কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ নথিপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat