মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লক্ষ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়। রবিবার (২৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত লটারিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউল কবির, সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উল্লাপাড়া সেনা ক্যাম্পের প্রতিনিধি নাহিদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ এবং বিএনপি নেতা ইয়াছিন আলী। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোট ২০১ জন প্রার্থী লটারিতে অংশগ্রহণ করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে ১৩টি ইউনিয়নে মোট ৫৪ জন ডিলার নির্বাচিত হন। খাদ্যবান্ধব কর্মসূচির সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে জনসাধারণের সরব উপস্থিতিতে ইউএনও কামরুজ্জামানের নেতৃত্বে স্বচ্ছতার সঙ্গে লটারি পরিচালিত হওয়ায় ব্যাপক প্রশংসা লাভ করেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat