মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ মার্চ ) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স এম এম এইচ নামের একটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও মানবস্বাস্থ্যে সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat