শারদীয় দুর্গাপূজার শুভক্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখা তরুণ দলের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক সাকলিন হাসান শিশির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনের এক অনন্য দৃষ্টান্ত এই উৎসব। সকল ধর্ম-বর্ণের মানুষ একত্রে মিলেমিশে যে ভালোবাসা, সহনশীলতা ও একাত্মতার পরিচয় দেন, তা সমাজে শান্তি ও সম্প্রীতির ভিত্তিকে আরও মজবুত করে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, শারদীয় দুর্গাপূজার এই আনন্দঘন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবকে প্রাণবন্ত করে তুলবে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা সকলে মিলে শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি।”
শেষে সাকলিন হাসান শিশির সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “শুভ শারদীয় দুর্গাপূজা" ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat