রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রায়গঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ প্রেস ক্লাবের ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বর কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. আবুল কালাম বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, সদস্য আশরাফ আলী, আব্দুল লতিফ, সাধারণ সদস্য স. ম. আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস, আবু হাসেম মনি প্রমুখ।
অনুষ্ঠানে রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্য ছাড়াও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষভাবে স্মরণ করা হয় ক্লাবের প্রবীণ সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে, যিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণআন্দোলনের পরবর্তীতে মৃত্যুবরণ করেন।
তাঁর আত্মার মাগফিরাতসহ , আন্দোলনের সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat