রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ লেবু শেখ ও নজরুল ইসলামের কবর জিয়ারত মধ্যে দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পৃথকভাবে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই কেন্দ্রীয় কবরস্থান ও ব্রহ্মগাছা ইউনিয়নের বারৈভাগ এলাকায় গিয়ে শহীদ লেবু শেখ ও শহীদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।
দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে শহীদদের স্মরণ করেন তিনি। শহীদদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ইউএনও’র সঙ্গে ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলী, সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শেখ রিয়াদ, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং চান্দাইকোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
কবর জিয়ারত শেষে শহীদ লেবু শেখ ও শহীদ নজরুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেন ইউএনও হুমায়ুন কবির। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat