রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মেসার্স রিয়া অটো রাইস মিলের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগে পুনরায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধনী ২০১০) এর আওতায় শুনানির পর এ জরিমানা আরোপ করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
জরিমানার পাশাপাশি, মিল কর্তৃপক্ষকে ছয়টি শর্ত পূরণ করে এক মাসের মধ্যে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত পালন না করলে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।এর আগে, গত ২৫ মে একই অভিযোগে মিলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তবে, শর্ত পূরণ না করেই মিলটি চলমান রয়েছে।
সম্প্রতি, চান্দাইকোনার ক্ষতিগ্রস্ত কৃষক ও বাসিন্দারা মিলের ছাড়পত্র বাতিল এবং তিন ফসলি আবাদি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেন।
বিভিন্ন গণমাধ্যমে মিলটির নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat