নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে। উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে।
জামাল সরদার জানান, বাড়ির পাশে ফুটবল খেলা মাঠ এলাকায় একবিঘার একটি পুকুর লিজ নিয়ে প্রায় এক বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শুক্রবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। তিনি দাবি করে বলেন, রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।
জানা গেছে, গত কয়েক মাস আগে জামাল সরদারের আরও একটি পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছিলো।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat