নাটোর জেলা প্রতিনিধি:
সেনাবাহিনীর বিশেষ অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় অবৈধ বাংলা মদের একটি সক্রিয় কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার(১৮ জুলাই) স্থানীয় সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ, মদ উৎপাদনের কাঁচামাল এবং নগদ অর্থ জব্দ করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে মোসা: নাছিমা আক্তার (৪৩), স্বামী: হাসেম মালিতা নামের এক নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
অভিযানে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল,প্রস্তুত ৩০ লিটার বাংলা মদ, নগদ ৫০,০০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানে সেনাবাহিনীর সক্রিয়তা ও কার্যকর পদক্ষেপ লালপুরে অবৈধ মাদক উৎপাদন ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat