দৃশ্যপট ডেস্ক:
মাদক বিরোধী অভিযানের আগে তথ্য সংগ্রহের জন্য যায় র্যাবের গোয়েন্দা টিমের সদস্যরা। র্যাব সদস্যদের আগমণ বুঝতে পেরে দৌড়ে পাশের বিলে ঝাপ দিয়ে ডুবে মারা গেলেন মো. শাওন রেজা (২৪) নামে এক যুবক।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাওন রেজা ঐ গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাওন একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদক মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা তথ্য সংগ্রহের ৮জন্য গেলে তাদেরকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভেবেই শাওন দৌগে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বাড়ির পাশের বিলে ঝাপ দিলে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, র্যাব-১২ টিম রোববার মাদক বিরোধী অভিযানে গেলে শাওন পালাতে গিয়ে বিলের মধ্যে ঝাপ দেয়। এ সময় বিলের গভীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat