দৃশ্যপট ডেস্ক:
ফেনীতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফিসপ্লেট ও নাটবল্টু খুলে রেলবিট আলাদা করে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড় বেঁধে দিয়েছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে মেরামত করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস।
শনিবার (৮ নভেম্বর) ফেনী রেলস্টেশনের অদূরে সদর উপজেলার দক্ষিণ সহদেবপুর এলাকার আপ লাইনের আউটার সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।
ফেনীর ফাজিলপুর স্টেশন মাস্টার মীর মো. ইমাম উদ্দিন কালবেলাকে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ৮৯ নম্বর পিলার অংশের নাট-বল্টু খুলে তা পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে রেলের লোকজন দেখতে পায়, রেললাইনের ওপর লাল পতাকা বাঁধা। পরে রেলওয়ের মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করে। রেলের ৮-৯ জন কর্মী টানা এক ঘণ্টার প্রচেষ্টায় পর পুনরায় রেললাইন সচল করা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দিপক দেওয়ান কালবেলাকে বলেন, ধারণা করছি, এটি মাদকসেবীদের কাজ। তারা এর আগেও এমন কাজ করেছিল। তারা বল্টু খুলে নেওয়ায় রেলপথে বসানো স্লিপার খুলে যায়। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাইনটি দ্রুত মেরামত করে দিয়েছি। এতে রেল চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
সূত্রঃ কালবেলা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat