নাটোর জেলা প্রতিনিধিঃ
"কুখ্যাত রাস্তার বিখ্যাত এলাকা আর না আর না-অটো ডেলিভারি রাস্তা চাই না,চাই না"এই স্লোগান নিয়ে নলডাঙ্গা উপজেলার বাড়িয়াহাটি চাঁন্দের বাজার পীরগাছা-কোমড়পুর হয়ে সরকুতিয়া বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার
রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার(২৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার পীরগাছা বাজারে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দাবি আদায় না হলে,কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে,ছাত্র-জনতা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,নাটোর জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক,মোঃ সাগর মাহমুদ,বাংলাদেশ আল-হাদিস যুব সংঘ পীরগাছা,বদরুজ্জামান বিন হাবিব,বাংলাদেশ আল-হাদিস যুব সংঘ পীরগাছা,সাধারন সম্পাদক মোঃ মুরসালাত,মেহেদী হাসানসহ প্রমূখ।
বক্তারা বলেন,এলাকার রাস্তাঘাট দুই যুগ যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকারের আমলে এই এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা অবহেলিত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন,অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat