বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাহিত্যিক মান্না রায়হানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাদ আসর সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আফিফান নজমুর নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা নামাজ শেষে রহমতগঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মান্না রায়হান।
তাঁর জানাযা নামাজে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, ফজলুল মতিন মুক্তা, আব্দুল মজিদ, আব্দুস সালাম, সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা জামিল হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুল হকসহ মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ ও ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ নেন। জানাজা নামাজে ইমামতি করেন ভিক্টোরিয়া হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আল আমিন।
এর আগে ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মান্না রায়হান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মৃুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধে দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।
তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।