
সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি
রায়গঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজা,সলঙ্গা থানা জামায়াতে আমীর রাশেদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস,আব্দুল্লাহ সরকার, রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আব্দুরাজ্জাক রানা, সাংবাদিক গোলাম মুক্তাদির,নয়াদিগন্তের রায়গঞ্জ সংবাদদাতা সোহেল রানা,দৈনিক সংগ্রাম পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা আমিনুল ইসলাম হিরো,মুক্ত সকালের রায়গঞ্জ প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত সকল প্রশাসনিক কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা উপজেলার অপরাধ অনিয়মের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমান এলাকায় চুরি, ডাকাতি বৃদ্ধি ও মাদকের যত্রতত্র ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এ ছাড়া অবৈধ ভাবে আবাদি জমিতে পুকুর খনন ও বালু উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।