শ্যামল হালদার, রায়গঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ধানগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
এ বছর উপজেলার মোট ২৬টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হলো—প্রথম শ্রেণিতে ২৫৪ জন, দ্বিতীয় শ্রেণিতে ২৬৪ জন, তৃতীয় শ্রেণিতে ১৮৪ জন, চতুর্থ শ্রেণিতে ২২৮ জন এবং পঞ্চম শ্রেণিতে ২২৩ জন। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৭ জন শিক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রায়গঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টি. এম. কামরুজ্জামান লাবু, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আতিক মাহমুদ আকাশ, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী এবং কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিক কুমার কর।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “প্রতি বছরের মতো এ বছরও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat