রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মাত্র ৩ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চার গ্রামের মানুষ। দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও, পাল্টায়নি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই শান্তর মোড় এলাকা থেকে শিহাবের মোড় হয়ে পূর্ব পাইকড়া পর্যন্ত রাস্তাটির চিত্র। শুকনো মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। একটু বৃষ্টিতে হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে চলতে হয়। একটি পাকা রাস্তার কারণে আর্থসামাজিক উন্নয়নেও পিছিয়ে পড়েছে এলাকাবাসী। বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা।
সারা দেশে যখন গ্রামীণ সড়কে উন্নয়নের ছোঁয়া, কাঁচা রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর তখন রায়গঞ্জের এ রাস্তাটি দেখে বোঝার উপায় নেই, উন্নয়নে কতটা বঞ্চিত তৃণমূলের যোগাযোগব্যবস্থা। এখনও এভাবে কাদা মাড়িয়ে চলতে হয় কয়েক গ্রামের মানুষকে।
বুধবার (৯ জুলাই) সকালে প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই রাস্তা দিয়ে চলাচল করা ভুক্তভোগী মানুষদের সঙ্গে। তারা জানায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই শান্তর মোড় থেকে শিহাবের মোড় হয়ে পূর্ব পাইকড়া পর্যন্ত কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর মধ্যে রয়েছে ডুমরাই মাদ্রাসা ও দক্ষিণ পাড়া, কাবাড়িপাড়া, পূর্ব পাইকড়া ও বাঐখোলা দক্ষিণ পাড়া এ চারটি গ্রাম।
আর এ চার গ্রামে অন্তত ৫-৬ হাজার মানুষের বসবাস। কাদা পানিতে রাস্তাটি একাকার থাকায় নিজেদেও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানেও যেতে পারে না তারা।
স্কুল শিক্ষক জাফর ইকবাল সবুজ বলেন, শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা-নেওয়া, গ্রাম থেকে শহরে যেতে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় আমাদের। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে কষ্টের আর সীমা থাকে না। অনেক সময় এলাকাবাসী নিজেরাই ইটের খোয়া ফেলে চলাচলের চেষ্টা করে।
শরিফুল ইসলাম, জাকারিয়া শেখ, মানিক হাসান, রাফিকুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দারা বলেন, কাঁচা রাস্তার বেহাল দশার কারণে আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়েছে এ চারটি গ্রামের মানুষ। রাস্তাটি পাকা করতে বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি স্থানীয় জনপ্রতিনিধিরা। তাই দ্রুত রাস্তাটি পাকা করে জনভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, “আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়েছি। পরবর্তী ধাপে রাস্তাগুলো উন্নয়ন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat