রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি:
টানা নয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী মো. মামুন আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। মৌখিক কিংবা লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত না করেই কর্মস্থলে অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, মামুন আনসারী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে বদলি হয়ে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি রায়গঞ্জে যোগদান করেন। যোগদানের পর কিছুদিন নিয়মিত অফিস করলেও ২০২৩ সালের ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি নিয়ে আর কর্মস্থলে ফেরেননি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ জানান, “মামুন আনসারী চার দিনের ছুটির পর থেকে অফিসে অনুপস্থিত। অফিসের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এমনকি তিনিও আমাদের সাথে যোগাযোগ করেননি।”
তার বিরুদ্ধে একাধিকবার ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও কোনো উত্তর না পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সমাজসেবা অধিদপ্তর তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
ইউনিয়ন সমাজকর্মীর অনুপস্থিতিতে সেবা প্রত্যাশীরা বিপাকে পড়েছেন। প্রতিদিনই কেউ না কেউ তার খোঁজে ঘুড়কা ইউনিয়ন সমাজসেবা কার্যালয়ে ভিড় করছেন। এতে একদিকে যেমন অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “সমাজকর্মী দীর্ঘদিন কর্মস্থলে না আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুপস্থিত থাকায় সমাজকর্মী মামুন আনসারীর বক্তব্য পাওয়া যায় নাই।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat