রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় সড়কের দুই পাশকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ব্যতিক্রমী এ উদ্যোগে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পৌর বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে মাছের আড়ত পর্যন্ত সড়কজুড়ে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় প্রশাসক নিজেই ময়লার স্থূপ সরিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পথচারী, ব্যবসায়ী, চালক ও যাত্রীদের উদ্দেশে তিনি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
শিক্ষার্থী শেখ রিয়াদ জানান, পৌরসভার যেমন কর্তব্য রয়েছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা চাই এ ধরনের কাজ নিয়মিত হোক।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ জেলা সভাপতি তমাল সরকার বলেন ,প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
অভিযান চলাকালে পৌর প্রশাসক মাসুদ রানা বলেন,এই শহরের প্রকৃত মালিক পৌরবাসীরাই। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি, তাহলেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।
তিনি আরও জানান, রায়গঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান প্রতি মাসেই পরিচালিত হবে। শুধু শহর পরিষ্কার নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য।
পৌর বাসস্ট্যান্ড সড়কটি রায়গঞ্জ উপজেলা পরিষদ, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ অফিস, থানা, ইউনিয়ন পরিষদ ও প্রেসক্লাবসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ। প্রতিদিন হাজারো মানুষ এ পথ দিয়ে চলাচল করেন। যানবাহনের চাপ বেশি থাকায় সড়কটির দুই পাশে দ্রুত ময়লা জমে যায়, যা শহরের সৌন্দর্য নষ্ট করে।
নবনিযুক্ত প্রশাসক মাসুদ রানা দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তার নেতৃত্বে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় বাসিন্দাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে আশা করছেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ শহরকে শুধু পরিচ্ছন্নই রাখবে না, বরং নাগরিকদেরও দায়িত্বশীল করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat