
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাতে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম এমুনছুর আলী হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।