
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের থানারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম একই ইউনিয়নের সরাইদহ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিংক (সার্ভিস ) সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি কোচের সঙ্গে আটকে কিছুদূর ছেঁচড়ে যায়। ঘটনাস্থলেই জাহিদুল গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত জাহিদুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন,”মোটরসাইকেল ও কোচের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মহাসড়কে চলমান নির্মাণ কাজের কারণে কিছু জায়গায় ঝুঁকি তৈরি হয়েছে, তবে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি।”
এদিকে এলাকাবাসী অভিযোগ করে জানান, থানারোড এলাকায় নির্মাণাধীন আন্ডারপাসের কাজের কারণে দীর্ঘদিন ধরে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন।