নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর ) বেলা ২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, তাড়াশ উপজেলা আমীর খ. ম. সাকলাইন এবং তাড়াশ উপজেলা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য গোলাম আজম ও সুমন আহমেদ, পৌর আমীর মো. হোসেন আলী এবং উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat