রায়গঞ্জ ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ষোল মাইল এলাকার একটি কওমি মাদ্রাসায় এ আয়োজন করে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।
পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য মো. নাজমুল হাসান এবং স্বেচ্ছাসেবক মো. ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “কোরআন একটি মহাগ্রন্থ। আল্লাহ নিজেই এর হেফাজতকারী। কেউ যদি একে ধ্বংস করার চেষ্টা করে, তাও সম্ভব নয়। কোরআন একটি নূর — এই নূরের আলোয় আমরা আমাদের জীবন আলোকিত করতে পারি।”
আয়োজক সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’ জানান, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat