রায়গঞ্জ ( সিরাজগঞ্জ )প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। এ সময় ১’শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন। কৃষি উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ ও কৃষকদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়ে তিনি কথা বলেন।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদিরসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ পৌরসভার শতাধিক কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং স্থানীয়ভাবে মাসকলাই চাষে নতুন উদ্দীপনা যোগাবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat