রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর)সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ধানগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো:রইচ উদ্দিনের সভাপতিত্তে ও জগনাথপুর শাহ্জালাল মাদ্রাসার সুপার মো:আব্দুছ সালামের সঞ্চালনায় অনুুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আব্দুল খালেক পাটোয়ারী।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন,সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাকির হোসেন,মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও রায়গঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো:জিল্লুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকদের দাবি-দাওয়া, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়নে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী ও অবসর প্রাপ্ত শিক্ষকগন অংশ নেন। সুসংগঠিত আয়োজন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সাধারণ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat