রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ছাত্র জনতাসহ সকল পেশাজীবিদের অংশ গ্রহনে বুধবার সকাল ১১ টায় উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে তিনদফা দাবিতে এই অবরোধ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, আবু বক্কার সিদ্দিক ফিরোজ, ইসলামী সমাজ সেবক আলহাজ্ব শরীফুল ইসলাম শরীফ, সমাজ সেবক তরিকুুল ইসলাম, ছাত্র নেতা গোলাম রাব্বি, খায়রুল হাসান বিশ্বাস, রিপন শেখ, সাবেক শ্রমিক নেতা বলরাম সূত্রধর, মোন্নাফ হোসেন প্রমুখ।
বক্তাগন বলেন,
ঐইউটার্ণ পার হতে গিয়ে গত এক বছরে শিক্ষক ছাত্র ও নারী পথচারীসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। তাই চৌরাস্তা মোড়ে প্রাণঘাতি ইউটার্ন বন্ধ করতে হবে। উভয় পার্শরাস্তায় নিরাপদে চলাচলের জন্য আন্ডারপাস অথবা ফ্লাই ওভার নির্মাণ করতে হবে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মহাসড়কে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ প্রশাসনসহ ইউএনও মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে দাবি দাওয়া বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat