রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী পল্লীবিদ্যুৎ মোড়ে দ্রুত ডিভাইস সহ নিরাপদ ব্যবস্থা গ্রহণ ও বন্ধ রাস্তা চালুর দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় ভূঁইয়াগাতী পল্লীবিদ্যুৎ মোড়ে ঘণ্টাব্যাপি মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনগণ। তারা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করলে হাটিকুমরুল সলঙা রোড় থেকে শুরু করে চান্দাইকোনা বাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ। বক্তারা জানান, মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতিনিয়ত প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গত কিছুদিনেই এখানে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।
তারা আরও বলেন, দুর্ঘটনা রোধে অবিলম্বে রোড ডিভাইডার ও রাস্তা সংস্কার, বন্ধ রাস্তা চালু এবং রাতে ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ জরুরি। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ঘটনাস্থল পরিদর্শন করে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, এলাকার জনসাধারণের দাবি “আপনাদের দাবি লিখিতভাবে দিন। আমি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat