রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। "হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন।
সিডিপি হেলথ্ অফিসার মোঃ রাশিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপি হেলথ্ ম্যানেজার কে.এম আবুল ফাত্তাহ্, সিডিপি মেডিকেল অফিসার ডা: মো: আব্দুর রহমান, ডা: মো: আবু হাসান, দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: কামরুন্নাহার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়া স্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। সঠিক সময়ে ও নিয়ম মেনে হাত ধুলে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। পরে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সবাইকে নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সেই অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ১০০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়।
এসময় গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat