রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্প ব্যবস্থাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিডিপি স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: বেলাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডা: আব্দুর রহমান, ডা: আবু হাসান, হেলথ ম্যানেজার কে.এম. আবুল ফাত্তাহ সহ আরো অনেকে। এ ছাড়াও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের ১০০ জন মা ও কিশোরীরা অংশ গ্রহণ করে।
এসময় বক্তারা মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের উদ্দেশ্য এবং নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু জাতিকে উপহার দেওয়ার জন্য মাতৃদুগ্ধ দানের উপর গুরুত্ব আরোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat