রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত কলেজ কর্মসূচির পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার( ১১ ডিসেম্বর ) বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস এম কামরুল হাসান মুরাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজ কর্মসূচির সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম, কলেজ গভর্নিং বডির সদস্য মো. হোসেন আলী, মো. শের আলী, মো. নুরুজ্জামান সরকার রোমবাদশা, এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী হৃদিতা জাহান, প্রীতি দত্ত, লামিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে গজল ও সংগীত পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জোসনা খাতুন ও উম্মে হাবিবা সোনালী।
শেষ পর্যায়ে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী সেরা পাঠকদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat