নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায় ৭০ টি পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নিমগাছী বন্ধন সমাজ কল্যাণ সংস্থার অফিস চত্বরে আল-নাজদা ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার - ৭০ টি হতদরিদ্র গরিব অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর ভিতরে ছিলো- মুরগির মাংস, সয়াবিন তৈল, পোলার চাউল, সাবান,প্যাকেটজাত দুধ,লাচ্ছা,চিনি,পেঁয়াজ, আলু, ডাল সহ প্রায় একটি পরিবারের ২ দিনের খাবার।
এসময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অমিত হাসান মারুফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেখক ও উপভাষক ড: খ,ম,রেজাউল করিম,আহমেদ রকিব,নিমগাছী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম বারী তালুকদার, ইঞ্জিনিয়ার নকুল কুমার মাহাতো,নিমগাছি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম ইউনুস রবিন, আল- আরাফা হজ গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূরুল ইসলাম উজ্জ্বল, এ এম শফিকুল ইসলাম,আব্দুল আলীম খান সহ অত্র সংগঠনের স্বেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন,মনিরুল ইসলাম,সবুজ মেহেদী, জুয়েল, মোতালেব, আরিফ, শামীম, ফয়সাল, সাগর, কিয়াম, আশিক প্রুমখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এখনো ক্ষুধা দারিদ্র নিয়ে বসবাস করছে, প্রায় অনেক লোক না খেয়েও থাকেন। এই বন্ধন সমাজ কল্যাণ সংস্থার মতো অনেক সংস্থা আছে যারা সাধারণ নির্যাতিত, নিপীড়িত, হতদরিদ্র গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দিনের পর দিন তাদেরকে খাবার যুগিয়ে যাচ্ছেন। আসুন আমরা সমাজের যারা বিত্তবানশালী লোক আছি তারা এরকম সংস্থার পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় হতদরিদ্র এতিমদের মুখে খাবার তুলে দিয়ে বলি ''ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat