প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৮:৪৩ পি.এম
রায়গঞ্জে ফেসবুকের আহ্বানে বদলে গেল জোসনা ও সুমাইয়ার জীবন

দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘোরিয়া গ্রামের এক কোণে সংগ্রাম করে বেঁচে আছেন স্বামী পরিত্যক্তা জোসনা বেগম ও তার একমাত্র কন্যা সুমাইয়া খাতুন। অভাব-অনটনের কঠিন দেয়ালে ঠেকে জীবন যেন থেমে যাচ্ছিল। কিন্তু হঠাৎ এক ফেসবুক পোস্ট বদলে দিল তাদের পৃথিবী।
সমাজকর্মী মামুন বিশ্বাস নিজের ফেসবুক ওয়ালে জোসনা ও সুমাইয়ার দুর্দশার ছবি তুলে ধরেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পোস্টটি। অসংখ্য মানুষ হাত বাড়িয়ে দেন সহায়তায়। মাত্র কয়েক দিনের মধ্যে সংগ্রহ হয় প্রায় ৫০ হাজার টাকা।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সেই অর্থ দিয়ে কেনা হলো দুইটি ছাগল, একটি সেলাই মেশিন, একটি পাকা টিউবওয়েল, চাল, ডাল, তেল, মাছ-মুরগি এবং নগদ সাড়ে ১০ হাজার টাকা। সবার চোখে জল এনে জোসনার হাতে এগুলো তুলে দেন মামুন বিশ্বাস।
কণ্ঠ রুদ্ধ হয়ে আসা জোসনা বলেন, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। যারা পাশে দাঁড়িয়েছেন, তারা যেন সুখে থাকেন।
মায়ের পাশে দাঁড়িয়ে কিশোরী সুমাইয়া জানায় নিজের স্বপ্নের কথা- এ সহায়তা আমার পড়াশোনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। আমি বড় হয়ে একজন পুলিশ হতে চাই।
স্থানীয় স্বেচ্ছাসেবক কাজল দাসের চোখেও ফুটে ওঠে মানবতার ছবি। তিনি বলেন, একটি ফেসবুক পোস্ট প্রমাণ করলো-মানুষ চাইলে অন্যের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে। জোসনা ও সুমাইয়ার জীবন আজ নতুন করে শুরু হলো।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat