রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে ৩য় ও ৪র্থ পর্বের গরীব ও মেধাবী ৪৩ শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩৪২ জনকে শিক্ষা উপবৃত্তি'র অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান , ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat