রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক অভিমানের জেরে মোছাঃ আদুরি খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঝাপড়া কুটিরপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আদুরি খাতুন ওই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সংসারে প্রায়ই মনোমালিন্য ও বকাঝকা চলছিল। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে একপর্যায়ে অভিমানে আদুরি সবার অগোচরে নিজ বসতঘরের টিনের দরজার ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে তার বাবা আব্দুল হাই ঘরে প্রবেশ করে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা ধানগড়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদুরিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক মানসিক চাপ ও দারিদ্র্যজনিত হতাশায় ভুগছিল মেয়েটি। তারা এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি পরিবার ও সমাজের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।