রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। এতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা, সলঙ্গা থানার ওসি হুমায়ুন আহমেদ, সাবেক রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, সাবেক যুবদল নেতা আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দ্র কুমার সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম নিজামুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এ ছাড়া উপজেলার ৮৪টি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat